
সড়ক মহাসড়কে নিরাপদ রাখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় যানজট ও দুর্ঘটনা রোধ করে ঈদে চলাচল নির্বিঘ্ন করতে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়।
১১ জুন সোমবার বিকালে গোবিন্দগঞ্জ চারমাথায় এ জনসচেতনা মূলক লিফলেট বিতরন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)রেজিনুর রহমান,গোবিন্দগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান পিপিএম,গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি আক্তারুজ্জমান,জেলা ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান,গোবিন্দঞ্জ থানা ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান, গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি শফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।