
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল- উপজেলার মনমথ গ্রামের মাদক কারবারি ছামিনা বেগম, উত্তর রাজিবপুর গ্রামের সহিদুল ইসলাম, বেকাটারি গ্রামের আবুল কালাম আজাদ, ফারুক মিয়া, ছামিউল ইসলাম ।
দীর্ঘদিন থেকে তারা মাদক কারবারি করে আসছিল। ওসি এসএম আব্দুস সোবহান জানান- তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।