
সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুন) রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো ১৮ যাত্রী আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রী বাসের ফেঞ্চিগেট এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তিনি আরো জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।