
বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার শাখার আয়োজনে ৮ জুন শুক্রবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক আঃ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ ইউনুস আলী সরকার এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেযারম্যান বিগ্রেঃ জেনাঃ অবঃ মাহমুদুল হক, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ টি এম রুহুল আলম। আলোচনা শেষে দেশ জাতির মঙ্গল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।এতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।