
গাইবান্ধার সাদুল্যাপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল ১৩ জুন বুধবার দুপুরে উপজেলার দামোদুরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা মণ্ডলপাড়া গ্রামের ঘাঘট নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ঘাঘট নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি পঁচন ধরায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে আনুমানিক আট-দশ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। এরপর মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলাচ্ছে পুলিশ।