
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। ইনজুরি সময়ে ব্রাজিলের পক্ষে দুটি গোল করেন ফিলিপে কুতিনহো ও নেইমার। শুক্রবার সন্ধ্যা ৬টায় সেন্ট পিটারবার্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় মুখোমুখি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গোলশূণ্য ভাবেই খেলা পূর্ণ সময় শেষ হবার মুহূর্তে ব্রাজিলের ফিলিপে কুতিনহো কোস্টারিকার জালে বল ঢুকিয়ে বাজিমাত করেছে। এরপর নেইমার আরেকটি গোল ঢুকিয়ে দেন।
রাশিয়া বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যাওয়ার খুব সহজ সুযোগ নষ্ট হয় কোস্টা রিকার। ডান দিক থেকে ক্রিস্তিয়ান গামবোয়ার কাটব্যাকে ডি-বক্স থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফাঁকায় থাকা সেলসো বোর্হেস।
ব্রাজিলের প্রথম সুযোগটা পান নেইমার ২৭তম মিনিটে। ডি-বক্সে বল পেয়ে পিএসজির এই ফরোয়ার্ড নিয়ন্ত্রণে নেওয়ার আগেই এগিয়ে এসে বাধা দেন গোলরক্ষক কেইলর নাভাস।
এ ম্যাচ ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ। গত রাতে আর্জেন্টাইনদের করুণ পরিণতি যেন ব্রাজিল সমর্থকদের একটু চাঙ্গা করেছে।
তবে আজ কোস্টারিকার কাছে জয় তাদের জন্য ততোটা সহজ হবে না বলেই মনে করছেন আর্জেন্টাইন সমর্থকরা। কেননা, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ও জার্মানির পর রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল অন্যতম ফেভারিট ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
কোস্টারিকাকে একেবারে নিচু করে দেখার সুযোগ নেই। দলে রয়েছে একঝাঁক তরুণ ফুটবলার। যারা সহজেই ঘটাতে পারেন অঘটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূণ্য ভাবেই। কোনো দলই গোল করতে পারেনি।
এদিকে প্রথম ম্যাচে সন্তোষজনক ফল না আসায় আবার দলের অধিনায়ক পরিবর্তন করল ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন গ্যাব্রিয়েল জেসুস।
কিন্তু রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মার্সেলোকে দলের অধিনায়ক ঘোষণা করেছিলেন তিতে। ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
অধিনায়কের আর্মব্যান্ড পরছেন থিয়াগো সিলভা। ব্রাজিল কোচ আসলে বলতে চান, দলের সব খেলোয়াড়ের নেতৃত্ব নেওয়ার সক্ষমতা রয়েছে। তাছাড়া দলে সবার ভূমিকা সমান- এ বার্তাও দিতে চান তিনি। সেকারণেই অধিনায়কের ব্যান্ড হাত বদল হচ্ছে ঘনঘন।