
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলা যুবদলের উদ্যোগে পহেলা জুন শুক্রবার গাইবান্ধা শহরের এন.এইচ. মর্ডাণ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়ার রাজনৈতিক ও কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের সভাপতি জামিরুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিসুজ্জামান খান বাবু। বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, শহর বিএনপির যুগ্ন সম্পাদক আমানুল্লাহ চৌধুরী সাজু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, শহর বিএনপির সহ সভাপতি ফরহাদ আলম ডাবলু, শহর যুবদলের সাধারণ সম্পাদক মোশতাক হোসেন ডলার, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ খান রাহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, শহর বিএনপি নেতা বিপুল কুমার দাস, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন খান, যুবদল নেতা আশাদউল ইসলাম মিলন, শহর বিএনপির ৮ নং ওয়ার্ডেও সাধারণ সম্পাদক খন্দকার ফরিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মেরাজুল হক, ফরহাদ হোসেন, মাধুবী রানী, শোভা আক্তার, কুদ্দুস আলম, নোমান সরকার, আব্দুস সালাম প্রমুখ।