
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ( ম্যাডামের) শারীরিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন যেকোনো মুহূর্তে প্যারালাইজড হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, খালেদা জিয়ার অবস্থায় এতটাই খারাপ যে তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না। তার প্রতি অবিচার করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকেও মুক্ত করবো।’
কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেই বলেছি, খালেদা জিয়া সিএমএইচে যাবেন না।’
জনগণের সরকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকেও মুক্ত করবো বলেও দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।