
চলমান মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, এই রকম আরো কতো আকুতি রেকর্ডিং মেশিনের বাইরে থেকে গেছে, ভাবেন। ভাবেন স্বাধীনতার পর থেকে এই রকম কতো বিচার বহির্ভুত হত্যা হইছে। ভাবেন, রাষ্ট্ররে যে নাগরিক তার হেফাজতের দায়িত্ব দিছে, তার জানই কেমনে কবজ করে বসলো রাষ্ট্র। ভাবেন, কবে কোথায় কোন ভুলে লখিন্দররে দংশাইলো সুতানলী সাপে?
একটা খারাপ লোককেও নির্মূল করার জন্য যখন আপনি বিচার বহির্ভুত হত্যা সমর্থন করেন, তখনই আপনি নিজের অজান্তেই একজন ভালো লোককে হত্যার লাইসেন্সও তুলে দেন।
আপনিই এই রাষ্ট্র বানিয়েছেন। আপনাকে ধন্যবাদ।
উল্লেখ্য, গত ২৬ মে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরাম। তবে পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এ নিয়ে দেশে ব্যাপক তোলপাড় চলছে।