
হডিউলের চেয়ে মানের দিক থেকে বলিউডের সিনেমা নিম্নমানের হলেও বলিউডের একটা স্বাতন্ত্র্য সব সময়ই ছিল। বলিউড সম্পতি ঝুঁকছে ঐতিহাসিক ঘটনা নির্ভর সিনেমার দিকে। এটা চূড়ায় পৌঁছাবার একটা অবতাড়না বলা চলে। এখানকার চলচ্চিত্রে রয়েছে তারুণ্য আর নতুত্বের জায়গা।
নতুনকে গ্রহণ করার এবং সুযোগ দেয়ার সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে বলিউডের নাম নিলেও ভুল হবে ন। বলিউডের ১০ তারকার আসন্ন আলোচিত ও বড় মাপরে চলচ্চিত্র হল-
ফানে খান:
রাজকুমার রাও বর্তমান ভারতীর চলচ্চিত্রের এক ভিন্ন ধারার উঠতি অভিনেতা। ছোটবড় সকল চরিত্রেই নিজের সবটুকু দিয়ে অভিনয় করেন তিনি। তার আগামী প্রজেক্ট ‘ফানে খান’ই হবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের ছবি। যেখানে ঐশ্বরিয়া এবং অনিল কাপুরের মত তারকারা তার সাথে স্ক্রিন শেয়ার করবে।
মানিকার্নিকা:
কঙ্গনা রানৌতের ক্যারিয়ারের সবচেয়ে ভিন্ন ধারার ও বড় মাপের ছবি হতে যাচ্ছে মানিকার্নিকা। কঙ্গনা এ পর্যন্ত যত ছবি করেছেন, সে সবের মধ্যে এটাই হবে সেরা।
সাঞ্জু:
রণবীর কাপুর ক্যারিয়ারে বেশ কিছু বড় বাজেট এবং বড় মাপের ছবি করেছেন। কিন্তু তার আসন্ন সিনেমা ‘সাঞ্জু’ই হবে তার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। রাজকুমার হিরানীর সিনেমা বলে কথা।
কেসারি:
কেসারি’ই হতে যাচ্ছে পরিনীতি চোপড়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাপের সিনেমা।
পানিপথ:
অর্জুন কাপুর বলিউডে নিজের জায়গা করে নিলেও, এখনো তেমন কোনো হিট সিনেমাতে নাম লেখাতে পারেননি তিনি। এবার ‘পানিপথ’ ই তাকে হিট সিনেমার খাতায় নাম লেখার সুযোগ দিবে।
শামসিরা:
বলিউডে মাত্র দু’টি ছবি করেই বড় মাপের ছবি করার সুযোগ করে নিয়েছেন ভানি কাপুর। আগামী সিনেমা ‘শামসিরা’ই তার ক্যারিয়ার বদলে দিবে, যেখানে তার সাথে স্ক্রিন শেয়ার করবে রণবীর কাপুর।
রেস-৩’:
সাকিব সেলিমের কোনো সিনেমাই ‘রেস-৩’ এর ধারে-কাছে নেই। এটিই তার জন্য এক বড় ট্রাম্প কার্ড।
রেস-৩:
সালমান খানের সাথে ডেইজির কানেকশনটা একটু অন্যরকম। তার প্রথম ছবিও সালমানের সাথেই। তবে তার ক্যারিয়ারে বড় সিনেমা হতে যাচ্ছে ‘রেস-৩’।
রেস-৩:
সোলজার খ্যাত ববি দেওল স্টার কিড হবার পরও, অনেক বছর ছিলে বলিউডের রূপালি পর্দার বাইরে। এবার অনেক দিন পর ‘রেস-৩’র মাধ্যমেই বড় পর্দায় বড় মাপে ফিরতে চলেছেন তিনি।
থাগস্ অব হিন্দুস্তান:
ফাতিমা সানা শেখের শুরুটাই ছিল বলিউডের বড় বাজেটের বড় সিনেমা ‘দাঙ্গাল’ দিয়ে। অনেক প্রশংসা পান তার অভিনয়ের কারণে। তবে আগামী সিনেমা ‘থাগস্ অব হিন্দুস্তান’ এর চেয়েও বড়। অমিতাভ বচ্চন, আমির খান এবং ক্যাটরিনা সাথে একই স্ক্রিন শেয়ারের সুযোগ ক্যারিয়ারে দ্বিতীয় ছবিতে ক’জনের হয়!