
একটি গেম নির্মাতা প্রতিষ্ঠানের প্রযুক্তি চুরির দায়ে বুধবার ফেসবুক ইনকর্পোরেশনকে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি আদালত।
আগে এই মামলায় ফেসবুক, অকুলাস ও সংশ্লিষ্ট অন্যান্যদের ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিল জুরিবোর্ড, যা কমিয়ে অর্ধেক করা হয়েছে।
তবে চুরি করা প্রযুক্তি দিয়ে তৈরি অকুলাসের হেডসেটসহ বিভিন্ন যন্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে জেনিম্যাক্সের আবেদন প্রত্যাখ্যান করে আদালত।
ফেসবুক ও জেনিম্যাক্সের কোনো আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ফেসবুকের বিরুদ্ধে জেনিম্যাক্স মামলা দায়ের করেছিল ২০১৪ সালে।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি জুরিবোর্ড ফেসবুককে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়।
২০১৪ সালে ফেসবুক ২০০ কোটি ডলার দিয়ে অকুলাস কিনে নেয়ার পর এই মামলা দায়ের করা হয়।
সূত্র: রয়টার্স