
দীর্ঘদিন বিক্ষোভ মিছিল কিংবা সমাবেশ সবই হতো শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে পুলিশের কাঁটাতারের বেরিকেডের মধ্যে সীমাবদ্ধ গন্ডিতে। কিন্তু বৃহস্পতিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় পুলিশের সেই বেরিকেড অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা এবং ঈদের আগে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি দেবার জন্য বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে কাঁটাতারের বেরিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে সিনিয়র নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পুলিশের বেরিকেড অতিক্রম করে নেতাদের পদাংক অনুসরণ করে। শত শত নেতাকর্মীর পদযাত্রায় তখন পুলিশ আর বাধা হয়ে দাঁড়ায়নি।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীমুর রাজিবের নিকট স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদানকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা শোকরানা, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি মাহবুবার রহমান বকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, ছাত্র বিষয়ক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাদারণ সম্পাদক রিগ্যান প্রমুখ উপস্থিত ছিলেন।