
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌর এলাকায় পুকুরে পানিতে ডুবে খোকন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। আজ ২২ জুন শুক্রবার বেলা ১২টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু খোকন (৬) সে ৪ নং ওয়ার্ডের নরুন্নবী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে যায় খোকন। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পাওয়ায় বাড়ির লোকজন খোজাঁ-খুজিঁ শুরু করেন। এরপর পার্শ্ববর্তী পুকুরে খোকনের লাশ ভেসে থাকতে দেখে। পরে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, এ ঘটনায় খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।