
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দো’আ ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা সদরের স্থানীয় পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক ডা. মাহবুব আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং দেশ জাতির সুখ-সমৃদ্ধ ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোস্তাফিজার রহমান রাজা।