
United Nations Development Program (UNDP) এর EWBS প্রকল্পের রবিদাস সম্প্রদায় এর মাঝে “মানবাধিকার” নিয়ে কাজ চলছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করছে ছিন্নমূল মহিলা সমিতি। তারা মানবাধিকার সচেতনতা সম্পর্কিত জনগোষ্ঠী: আদিবাসী /অবহেলিতদের অধিকার নিয়ে কাজ করছে। দাসত্ব থেকে মুক্তি, নির্যাতন থেকে মুক্তি, অধিকার লংঘিত হলে আইনগতভাবে প্রতিকার পাবার অধিকার, অবৈধভাবে গ্রেফতার ও নির্বাসন থেকে মুক্তি। এসব বিষয়ের উপর সচেতনা বৃদ্ধিকল্পে কাজ এ মানবাধিকার সংগঠন। পলাশবাড়ীতে শনিবার সকালে সদরের অফিসের হাট এলাকায় রবিদাস সম্প্রদায় নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন UNDP EWBS প্রকল্পের ফিল্ড অফিসার মিজানুর রহমান, UNDP Youth Leader ও আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমিতা রবিদাস, আন্দ্রিয়াস মুরমু, সার্বিক সহযোগীতায় পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন প্রমুখ।