
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ ও ইফতার মাহ্ফিল আনুষ্ঠিত হয়।
সদরের তিনমাথা মোড় এলাকায় আজ মঙ্গলবার উপজেলা ছাত্রদলের আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মোত্তালি সরকার বকুলের সভাপতিত্বে ছাত্রদলের কর্মীসভায় গাইবান্ধা জেলা ছাত্রদলের সিধান্তক্রমে সর্ব সাধারন ছাত্রদের মধ্য ফরম পুরনের মাধ্যমে তিনজন পছন্দের নেতার নাম জেলা ছাত্রদলের কাছে জমা দেন। এরপর ফরম পূরণ করে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের এক শপথ বাক্য পাঠ করানো হয়। এ শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জীম। প্রধান বক্তা হিসাবে সংগঠনের সার্বিক বিষয়ের উপর গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন তারেকুজ্জামান তারেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা ছাত্রলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ,সাবেক সাধারণ সম্পাদক সৈকত ,বর্তমান জেলা ছাত্রদলের সহ সভাপতি মির্জা মাসুদ রনি, সহ সভাপতি সহ নেওয়াজ পল্লাপ,মাহামুদুর রহসান রতন,নুরুন্নবী সরকার রনি,জাকির হোসেন, শহিদুজ্জামান শাহিন যুগ্ম সাধারন সম্পাদক,ইমাম হাসান আলাৈ, মিজানুর রহমান নিক্সন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মমিন,সাংগঠনিক সম্পাদক মিঞ্জু মিয়া,উপজেলা ছাত্রদল নেতা রাজু সরকার, মিল্লাত সরকার মিলন,সাগর সরকার মিনু, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুন সরকার, সাধারণ সম্পাদক হানিফ সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফুয়াদ সরকার।ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন ছাত্রদল নেতা শামিম।