
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়া হল-তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার একটি র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।