1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কোচিং মাফিয়াদের উপদ্রবে শিক্ষাব্যবস্থা আজ গভীর এক নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে দাঁড়িয়ে। গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা : ৬ জন গ্রেফতার পলাশবাড়ী দুবলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকচাপায় ঘুমন্ত হেলপার নিহত, চালক পলাতক তারাগঞ্জের কুর্শায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গণসংযোগ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না : ডা. শফিকুর রহমান ভারতে পলাতক হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

পলাশবাড়ীতে অভিভাবকের যোগসাজসে বাল্যবিয়ের কোপানলে অকালে ঝড়ে গেল দশম শ্রেণীতে পড়ুয়া মেধাবী রিমার জীবন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অভিভাবকের যোগসাজসে বাল্যবিয়ের কোপানলে অকালে ঝড়ে গেল দশম শ্রেণীতে পড়ুয়া মেধাবী রিমার জীবন।বিয়ের মাত্র ১০ দিনের ব্যবধানে এ মর্মস্পর্শী অকাল মৃত্যুর ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সরেজমিন জানা যায়,উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আব্দুল হালিম বাবলু ওরফে ডেসটিনি বাবলু হুজুরের ছেলে পলাশবাড়ী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র সাদেকুল ইসলামের বাশারের সাথে একই ইউনিয়নের ভবানিপুর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বরিশাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবি শিক্ষার্থী রিমা আক্তারের(১৪) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এরই সূত্রধরে ঈদের একদিন পর গত ১৯ জুন সোমবার এলাকার কতিপয় টাউট প্রকৃতির উশৃঙ্খল যুবকগং অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে বাল্য প্রেমিক যুগলের প্রতি মিথ্যা অশালীন অভিযোগ এনে জোরপূর্বক
বিয়ের ব্যবস্থা করে।

ওইদিনই রিমার বাড়ী পাশে বরিশাল ইউপি সদস্য রাজা মিয়ার বাড়ীতে একই ইউপি’র বিয়ে রেজিষ্ট্রি কাজী শাহ আলম আড়াই লাখ টাকা দেনমোহর উল্লেখ করে বিয়ে সম্পাদন করেন। এ ব্যাপারে বাবলু মিয়া বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেন। ইউএনও বিষয়টি থানা অফিসার ইনচার্জ-এর উপর দায়ীত্বভার অর্পণ করেন।
গত রোববার সকালে রিমা ও সাদেকুল বাল্য দম্পতিকে থানায় হাজির করা হয়।ইউপি সদস্যসহ উভয় পরিবা- রের লোকজন তাদের সাথে ছিলেন।

এসময় ওসি তাদের প্রাপ্ত বয়স্ক পূর্ণ না হওয়া পর্যন্ত উভয়কে যার-যার বাড়ীতে অবস্থানের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাবার পরামর্শ প্রদান পূর্বক তাদের স্ব-স্ব অভিভাবকের হাতে ন্যাস্ত করেন।

এদিকে রিমা’র মা ফরিদা বেগম তার অভিযোগে জানান,বাবা বাবলু মিয়ার কূ-পরামর্শে তার ছেলে সাদেকুল ২৫ জুন মঙ্গলবার সকালে তার মেয়ে রিমাকে তাদের বাড়ী নিয়ে যায়।পরদিন বুধবার সকালে রিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পান। সাদেকুলের পরিবার পরিকল্পিত জোরপূর্বক কীটনাশক বিষ পান করিয়ে অচেতন রিমার গলায় রশি পেঁচিয়ে শয়ন ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে।স্থানীয়রা কিছু বুঝে উঠার আগেই পরক্ষনই জীবিত অবস্থায় রিমাকে চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার ভোরে রিমা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এরিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার রাত ৮ টা রিমার মরদেহ তার বাড়ীতে পৌঁছনি বলে জানা গেছে।
হতদরিদ্র রিমার মা-ছোট্ট ২ ভাইসহ পাড়া-প্রতিবেশি ও আত্মীয়স্বজনরা মেধাবী রিমাকে অকালে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবী করেছেন।

সংক্রান্ত আব্দুল হালিম বাবলু উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি তদন্ত করেন।

তবে রিমার পরিবার হতে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম। তিনি আরো বলেন,রিমার শশুর কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। যদি নিহত রিমার পরিবার হতে কোন অভিযোগ থানায় দায়ের করে তবে অভিযোগের ভিক্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft