
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে মো: রয়েল(৩৬) কে ধরে নিয়ে গেছে বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার রাত ৩টার সময় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী বেতনা সীমন্তের ৩৬৬ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে কাঁটাতারে বাইরে অবস্থানরত ভারতীয় ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ তাদের ধাওয়া করে। দৌড়ে পালাবার চেষ্টা করতে গিয়ে রয়েল ব্যর্থ হলে বিএসএফ তাকে আটক করে।
এ বিষয়ে বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কোমান্ডার মো: বাদশা এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন যে, বিষয়টি তিনি জেনেছেন কিন্তু এখনো নিশ্চিত হতে পারেননি। বিএসএফের তরফ থেকে বিজিবিকে জানানো হয়েছে কিনা তা জানতে চাওয়া হলে তিনি তা বলতে চাননি।সূত্র-আরটিএনএন