
প্রিয় প্রেসিডেন্টকে সেহরিতে অংশ নেয়ার জন্য রিসেপ তাইয়্যেপ এরদোগানকে টুইটারে আমন্ত্রণ জানান আঙ্কারার একটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
ওই ছাত্রের আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দিয়ে শুক্রবার রাতে তাদের সঙ্গে সেহরিতে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।
ওই ছাত্রের নাম গানগোর আতাক। তিনি আঙ্কারার ইলদিরিম বায়েজিত বিশ্ববিদ্যালয়ের ডেনটিস্ট অনুষদের ছাত্র।
গানগোর আতাক তাদের ডরমিটরিতে তাদের সঙ্গে সেহরির খাবার খাওয়ার জন্য টু্ইটারে তাদের প্রিয় প্রেসিডেন্টের উদ্দেশ্য লিখেন, ‘প্রিয় প্রেসিডেন্ট, আপনি আমাদের হোসেইন গাজি ডরমেটরিতে আমাদের অতিথি হয়ে আমাদের সঙ্গে সেহরি করবেন?’
এই টুইটারের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লিখেন, ‘তোমাদের চা প্রস্তুত হলে আমি আসছি।’
পরে অন্য এক টুইটে প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায় তিনি ডরমিটরিতে ছাত্রদের সঙ্গে খাবারে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানের উপস্থিতিতে ছাত্ররা দারুন আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা তাকে সাদরে বরণ করে নেন। এসময় তারা এরদোগানের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। অনেকে তার সঙ্গে সেফলি তুলেন।গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয়: এরদোগান
পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয় মন্তব্য মুসলিমদের আরো বেশি করে সন্তান নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
সোমবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার বিষয়টি বিবেচনা করা কোনো মুসলিম পরিবারের জন্য উচিত নয়।’
তিনি বলেন, ‘আমরা আমাদের বংশধরদের সংখ্যা বহুগুণে বাড়াব।’
এরদোগান ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্টের নির্বাচিত হন। এর আগে টানা ১২ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার একে পার্টির মূল ভিত্তি হচ্ছে ইসলাম এবং দলটির অধিকাংশ সমর্থক রক্ষণশীল মুসলিম।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করতে এবং তুর্কি জনসংখ্যার অব্যাহত বৃদ্ধি নিশ্চিত করতে তুর্কি নেতা নারীদের প্রতি, বিশেষ করে সুশিক্ষিত ভবিষ্যত মায়েদের প্রতি আহ্বান জানান। গত কয়েক বছরে তুরস্কের জনসংখ্যা প্রায় ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইস্তাম্বুলের বক্তৃতায় এরদোগান বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাদের বংশধরদের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘মানুষ জন্ম নিয়ন্ত্রনের কথা বলে, পরিবার পরিকল্পনার কথা বলে। কোনো মুসলিম পরিবার এটা গ্রহণ করতে পারে না। যেহেতু মহান আল্লাহপাক এবং আমাদের প্রিয় নবী (সা.) এই নিদের্শ দিয়েছেন। সুতরাং, আমাদের এই পথে চলতে হবে এবং এই ক্ষেত্রে মায়েদেরকে প্রধান ভূমিকা পালন করতে হবে।’
এরদোগান দম্পতির দুই পুত্র ও দুই কন্যা রয়েছে। চলতি মাসের শুরুতে তিনি তার ছোট মেয়ে সুমেইয়ের ঝমকালো এক বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। ছোট মেয়ের বর শিল্পপতি সেলুক বক্কাটার। তার বড় মেয়ে এসরার সংসারেও তিন সন্তান রয়েছে। সূত্র: বিবিসি