
রংপুরের খামার মোড়ের একটি ছাত্রীনিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে খামার মোড়ের নীলাচল নিহারিকা ছাত্রীনিবাসের ৩০৭নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই রফিক।
তিনি জানান, নিহত মিম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার মজিবুর রহমানের মেয়ে এবং কুড়িগ্রাম ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ২০১৬ সালের ১ মে থেকে মিম ওই ছাত্রীনিবাসে বাস করে আসছিলেন। ঈদুল ফিতরের দুইদিন আগে রাহিম খাঁন নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ২৪ জুন বাড়ি থেকে রংপুরের ওই ছাত্রীনিবাসে আসেন মিম। বুধবার সন্ধ্যার পর ছাত্রীনিবাসের ওই কক্ষে মিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।