
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে নাদের এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব- ১৪ -৬০৩২) একটি যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় আহত হয়েছেন নারী ও শিশু সহ ১০ জন আহত হয়েছে। রোববার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক রকি (৪০)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌর শহরের শেরে বাংলা সড়ক গালাহাট সিনেমা হল এলাকার সোলায়মান আলীর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নাদের এন্টারপ্রাইজের নৈশ কোচটি দূর্ঘটনা রোধে মহাসড়কের মাঝে থাকা ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে চালক ঘুমাচ্ছিলেন। ঘুমের কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারনা করছে।