
ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুন) ঈদের দিন বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার মীম (৮), সাদিয়া (১০), পারভীন (৮) ও সোহাগ (৭)।
জানা যায়, ঈদের দিন স্থানীয় কয়েক জন শিশু একটি ছোট নৌকা নিয়ে বিকাল তিনটার দিকে বাইমাইল বিলে ঘুরতে যায়।
এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে যায় এবং নৌকার চার শিশু পানিতে তলিয়ে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, খবর পেয়ে স্থানীরা ঘটনাস্থলে গিয়ে বিলে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়।