
‘বিট পুলিশের কার্যক্রম,আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডে চালু হল বিট পুলিশের কার্যক্রম। মঙ্গলবার রাতে ০৫ নম্বর ওয়ার্ডে বিট পুলিশের অফিস কক্ষ উদ্বোধনের মধ্যদিয়ে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক।
পৌর প্যানেল মেয়র ও ০৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতলুবর রহমানের সভাপতিত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন, খায়রুল অালম মন্ডল, অাব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, অাব্দুর রশিদ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘জনপ্রতিনিধি, রাজনীতিকগন যেমন জনগনের বন্ধু তেমনি পুলিশ জনতার সেবায় নিয়োজিত। আইন-শৃঙ্খলা সুষ্ঠ রাখতে জনগনের সহযোগিতাও প্রয়োজন। তাই আমার প্রত্যাশা, আমরা জনগনের সহযোগিতা পাব।’