
গাইবান্ধা সদর উপজলোর পাচজুম্মা র্দুগাপুর এলাকা থেকে বিপুল পরিমান নকল ঔষুধ তৈরীর সরঞ্জাম সহ একটি নকল ঔষুধ তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ ।
২৪ জুন রববিার রাত ৯ টার দিকে গোপন সংবাদেরর ভিক্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিব উদ্দিন, ড্রাগ সুপার জাহদিুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা খান মো: শাহরিয়ার গাইবান্ধা সহ সদর থানা পুলিশের একটি দল এ অভিযান চালায় । এ সময় নকল ঔষুধ তৈরী কারখানার মালিক মশিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সকল নকল ঔষুধ তৈরীর মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। কারখানার মালিক পলাতক থাকায় তার স্ত্রী শেফালী বেগম এবং ছেলে মেহেদী হাসান কে আটক করে পুলিশ।