
গাইবান্ধায় আজ ২রা জুন ভোর রাতে গাইবান্ধা সদর পৌরসভার গোবিন্দপুর মৌজার টাবু পাড়া মোড়ে আলমগীর মিয়ার বাড়ীর পূর্বপাশে গ্রিলকেটে মটর সাইকেল চুরির প্রস্তুতিকালে আলী নামে এক ডাকাত গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার্স ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সাংবাদিকদের জানান, রাতে সদর পুলিশ ফাড়ীর একটি ফোর্স টহল দেওয়ার সময় পুলিশের মটর সাইকেলের হেডলাইটের আলো দেখে মোহাম্মদ আলী ও আরো দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কুখ্যাত ডাকাত আলীকে আটক করে পুলিশ বাকী দুইজন পালিয়ে যায়। এসময় আলীর কাছ থেকে দুইটি চাকু ৪ চাবি প্লাস উদ্ধার করে পুলিশ।
আটককৃত মোহাম্মদ আলী ওরফে আলী- (৪৫) পিতা মৃত:আকালু শেখ, সাং মাস্টার পাড়া সে একাধিক চুরি ছিনতাই খুন মামলার আসামী।