
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে আজ শনিবার স্বাধীনতা প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, এনজিও কর্মী, ছাত্রছাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
পরে শহীদ মিনার চত্বরে গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ।
র্যালী উদ্ধোধন কালে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণকে সাথে নিয়ে এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী চক্রের অশুভ চক্রান্ত, সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তেমনি দেশ থেকে মাদকের ভয়াবহ প্রকোপ থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুর্বার আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে সফল করে তুলতে সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাইবান্ধার মানুষ এক সাথে কাজ করে যাবে।