
গাইবান্ধার সদর উপজেলার নারায়নপুর হতে সলেমান (৪৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়িকে ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । আজ ২৪ জুন বেলা অনুমানিক ৩ টা ৫০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন নারায়নপুর এলাকা হতে সলেমান (৪৬) কে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক পর গ্রেফতার করে।
ইয়াবা সহ গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ি সলেমান (৪৬) দেশব্যাপী মাদক বিরোধী অভিযান চলমান থাকায় নিজ এলাকা হতে পলিয়ে গিয়ে নারায়ণপুর এলাকায় গিয়ে স্ত্রীকে দিয়ে বাড়ি ভাড়া নিয়ে অতি গোপনে নিজ মেয়েকে দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকে।গোপন খবরে ভিক্তিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতারের সময় এলাকাবাসীর উপস্থিতিতে সলেমান (৪৬) ইয়াবার পোটলাটি খেয়েফেলার চেষ্টা করে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ির পরিবারের কর্মকাণ্ডে গ্রেফতারের পর এলাকাবাসী তার বাড়িঘর ভাংচুর করে এবং মাদককারবারি এ পরিবারের উক্ত এলাকা হতে উচ্ছেদ করে দেয়।
ইয়াবাসহ গ্রেফতার সলেমান (৪৬) গাইবান্ধা সদরের সুইপার কলোনী কাঠপট্টি এলাকার মৃত ইসরাইল সর্দ্দারের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ৪৪ হাজার টাকা।উক্ত আসামী সলেমানের পুর্বে আরোও ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ইয়াবা সহ গ্রেফতারের ঘটনায় আসামী সলেমান এর বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।