
গাইবান্ধা জেলায় চুরি,ডাকাতি,আগুন সন্ত্রাস,দাঙ্গা বাজি নির্মূলসহ মাদক মুক্ত করতে গ্রামীন জনপদ হাট-বাজার ও চরাঞ্চলে জন-সচেতনতায় নেমে পড়েছেন পুলিশ সুপার প্রকৌশলী মো.আবদুল মান্নান মিয়া।
পবিত্র রমযানে ঈদকে সামনে রেখে জন-নিরাপত্ততায় বিশেষ অভিযান পরিচালনা ও নৌ-রুটকে ডাকাতি মুক্ত করতে জন-সচেতনতায় জেলা পুলিশ উদ্যোগ গ্রহন করা হয়।
আজ মঙ্গলবার দিনব্যাপী জেলার নদী বেষ্টিত ৪টি থানাধীন প্রত্যন্ত অঞ্চলের জন সমাগম স্থানগুলোতে গিয়ে পুলিশ সুপার প্রকৌশলী মো.আবদুল মান্নান মিয়া জনগনকে অপরাধ দমনে পুলিশের সহায়ক হিসেবে কাজ করার অনুরোধ জানান। পুলিশ সুপার তার বক্তব্য বলেন,সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে হলে সবাইকে দেশ ও জাতির স্বার্থে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন,গাইবান্ধা পুলিশ জনগনের জীবন ও সম্পদের নিরাপত্ততা নিশ্চিত করতে ২৪ ঘন্টা বিরতীহীন ভাবে নিরলস দায়িত্ব পালন করছে। নৌ-ডাকাতি বন্ধে পুলিশের নৌ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি ফোন হাতে নিয়ে জনগনকে সজাগ করার অংশ হিসাবে যে কোন স্থানে অপরাধ সংঘাটিত হলে পুলিশী সেবা কেন্দ্রের নাম্বার ৯৯৯ কল করে জানানোর অনুরোধ করেন।
গাইবান্ধা সদর থানাধীন কামারজানী বাজারে জন-সচেতনতায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্ল্যাহ আল ফারুক,ডিবি’র ওসি একেএম মেহদি হাসান,সদরের মোল্লারচর ইউপি চেয়ারম্যান আবদুল হাই বিএসসি,কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন,ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন আহম্মেদ,গাইবান্ধা সদর থানা অফিসার ইনচাজ খাঁন মোহাম্মদ শাহরিয়ার, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোবহান আলী,ফুলছড়ি অফিসার ইনচার্জ বেলাল হোসেন,সাঘাটা অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজুর রহমান প্রমূখ।