
গাইবান্ধায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল দাইয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন, এ্যাসেসটেন্ট কমিশনার রকিবুল হাসান প্রমুখ।