
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ৩১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটি।
বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা এর সহযোগিতায় ইফতার মাহফিলে ১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু সহ ৪০ জন এনসিটিএফ সাধারণ সদস্য, জেলা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির ও সকল শিশুর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মো. মশিউর রহমান মুছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এনসিটিএফ এর উপদেষ্টা মো. রেজাউল করিম, শিশু একাডেমী গাইবান্ধা এর লাইব্রেরিয়ান মোছা. রেবেকা পারভীন, এনসিটিএফ জেলা কমিটির সাবেক সভাপতি মো.আশিকুর রহমান শাওন, এনসিটিএফ এর সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ উল ইসলাম তুষার, জেলা ভলান্টিয়ার শ্রাবনী আক্তার প্রমুখ।