
বাংলাদেশ আওয়ামীলীগ সাঘাটা উপজেলা ও ফুলছড়ি উপজেলা শাখার যৌথ উদ্যোগে আজ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক সামশীল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক নুরল আলম প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী যে অসমাপ্ত কাজ রেখেছেন সেজন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসান, তাহলে বাংলাদেশের চেহারা আমরা পাল্টে দেব।