
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আরিফ উল্লাহ বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (প্রধান নেতা) ছিলেন।
একপর্যায়ে তার গলা কেটে দেওয়া হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত আরিফ উল্লাহকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আরিফ উল্লাহ রোহিঙ্গা সংকটের শুরু থেকে বালুখালী-২ ক্যাম্পে হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিলেন। তার খুনের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনাটি রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।