
ঈদের দিনেও রক্তাক্ত হল জম্মু-কাশ্মীর। ঈদের নামাজের পরে ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক।
অন্যদিকে, রাজৌরিতে পাকিস্তানি হামলায় নিহত হয়েছেন এক সেনা।
শনিবার ঈদের নামাজের পরেই অনন্তনাগে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। তখনই বাহিনীর ছররা গুলিতে আহত হন শিরাজ আহমেদ নাইকু নামে এক যুবক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঈদে এমন হামলাকে অনৈতিক ও অপেশাদারি মনোভাবের পরিচায়ক বলে দাবি ভারতীয় সেনার। এক সেনা অফিসারের কথায়, ‘যথা সময়ে এর জবাব দেওয়া হবে। ইদে পাক বাহিনীর সঙ্গে মিষ্টি বিনিময়ও বন্ধ রাখা হয়েছে।’