
ঈদুল ফিতর আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষ ভোগ করতে সেদিকে সবাই খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার বঙ্গভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। এসময় তার স্ত্রী রাশিদা খানম ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যাতে উপভোগ করতে পারে, সেইদিকে নজর দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডুকতার কোনো স্থান নেই। এজন্য ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বলে উল্লেখ করেন তিনি।
এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।