
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় ঈদের আগের কয়েকদিন যেন কোনো খোঁড়াখুঁড়ি না হয়। এই খোঁড়াখুঁড়ির জন্য দেশের মানুষ যে আজ ভীষণ কষ্টে আছে। কাজেই জনজীবনকে আর দুর্বিসহ না করে আপাতত সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে অনুরোধ করছি, জনগণের দুভোর্গ কমাতে ঈদের আগে রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ করবেন না।
তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বলছি রাস্তার জন্য এবার ঈদে যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না, কিন্তু এই ফিটনেস বিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে, সেটাই উদ্বেগের কারণ।
এ সময় ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে সংশ্লিষ্টদের উল্টো দিকে গাড়ি চালানো বন্ধেরও নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, প্রভাবশালী ব্যক্তিদের খুশি করার জন্য তাদের যেন রং সাইডে যেতে উৎসাহিত না করা হয়। দশজন ভিআইপিকে খুশি করতে গিয়ে লক্ষ লোকদের কষ্ট দেওয়া চলবে না।
মন্ত্রী এ সময় বিআরটিএ ও পুলিশকে নানা বিষয়ে নির্দেশ দেন।
আরো পড়ুন…নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা অজুহাত করছে বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা অজুহাত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। জনগন বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই বিএনপি নির্বাচনে পরাজয় লাভের লজ্বা থেকে বাঁচার জন্য নির্বাচন থেকে সরে দাড়াতেঁ চাচ্ছে। নির্বাচন থেকে দূরে থাকতেই তারা বিভিন্ন ধরনের অযৌেক্তিক অজুহাত দাঁড় করাচ্ছেন।
ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।
কাদের বলেন, বেগম খালেদা জিয়ার মামলার রায় এখনো হয় নাই। কিন্তু এর আগেই তারা মামলার রায় কি হবে, তা বলে দিচ্ছেন। রায় তাদের বিরুদ্ধে গেলে আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করার ঘোষণা দিচ্ছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত বিলাস বহুল এক হোটেলে কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেছে। আর বিলাস বহুল হোটেলে বসে তারা জনগণের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে কোন দলীয় কর্মসূচি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ের ওপর কোন কর্মসূচি দিয়ে আমরা জনগণের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াতে চাই না। তাই এ রায়কে কেন্দ্র করে আমাদের কোন দলীয় কর্মসূচী নেই।’