1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরের তারাগঞ্জ থানার জোড়া খুন মামলার আসামি ঢাকায় গ্রেফতার এবার ট্রাম্পের ন্যাটো আফগানিস্তান মন্তব্যের সমালোচনায় মেলোনি এক টেবিলে দুই প্রার্থী, ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সুন্দরগঞ্জে বিএনপি–জাপা প্রার্থীর ব্যতিক্রমী নির্বাচনী দৃশ্য সাদুল্লাপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন গাইবান্ধা-৩ আসনে নির্বাচনী উত্তাপ, পলাশবাড়ীতে বিএনপির বিশাল গণমিছিল হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন, থমথমে পরিস্থিতি মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনমত: পীরগঞ্জ জাবরহাটে গণভোট ২০২৬ নিয়ে আলোচনা

ইসলামভীতির বিরুদ্ধে ব্রিটিশ সেনার হৃদয়গ্রাহী পোস্ট

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

ইসলামভীতি ছড়ানোর বিপদ সম্পর্কে একজন ব্রিটিশ সেনার একটি হৃদয়গ্রাহী অনলাইন পোস্ট অনেকের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।

ইরাক যুদ্ধে ইঙ্গ-মার্কিন জোটের হয়ে অংশ নিয়ে ওই সেনা তার পা হারিয়েছেন।

তার নাম ক্রিস হার্বার্ট। ২০০৭ সালে ইরাকের বসরা নগরীতে তার ল্যান্ড রোভারের পাশেই বোমার বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। ওই হামলায় লূক সিম্পসন নামে তার একজন ঘনিষ্ঠ সহচরও নিহত হন।

ওই হামলার সময়ে হারবার্টের বয়স ছিল মাত্রই ১৯ বছর এবং এটি অনিবিার্যভাবে তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এই ঘটনার মাধ্যমে যারা তাকে আহত করেছে তাদের ধর্মের বিরুদ্ধে তার মনে কোনো ঘৃণা জাগেনি।

২০১৫ সালে পোস্ট করা এক বার্তায় হারবার্ট লিখেছিলেন, ‘বোমা বিস্ফোরণে আমি আমর পা হারানোয় কিছু লোক আমার কাছ থেকে বর্ণবাদ আশা করছিলেন। কিন্তু আমার কাছ তা না পাওয়ায় তারা হতাশ হচ্ছেন।’

‘আমি তাদের বলছি: হ্যাঁ, একজন মুসলিম পুরুষের বোমা হামলায় আমি আহত হয়েছি এবং আমি আমার পা হারিয়েছি। সেদিন ব্রিটিশ সেনার ইউনিফর্ম পরিহিত একজন মুসলিমও তার হাত হারিয়েছিল।’

‘একজন মুসলিম চিকিৎসা সহায়তাকর্মী আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেলিকপ্টারে ওঠিয়ে দিয়েছিল। একজন মুসলিম সার্জন আমার অস্ত্রোপচার করেছিলেন, ফলে আমার জীবন রক্ষা পায়। টিমে একজন একজন মুসলিম নার্স ছিলেন। আমি যখন যুক্তরাজ্যে ফিরে আসি, তখন আমাকে সাহায্য করেছিলেন।’

‘একজন মুসলিম হেলথ কেয়ার সহকারী সেই দলটির অংশ ছিলেন, যিনি কৃত্রিম পা দিয়ে আমাকে হাঁটতে শেখাতে সাহায্য করেছিলেন।’

‘দেশে ফিরে আসার পর প্রথমবারের মত বাবার সঙ্গে বিয়ার পান করতে বাইরে গেলে একজন মুসলমান ট্যাক্সি চালক বিনামূল্যে আমাকে তার ট্যাক্সিতে সুযোগ দিয়েছিলেন। বারে গেলে একজন মুসলিম ডাক্তার আমার বাবাকে সান্ত্বনা দিয়েছিলেন। একই সঙ্গে তিনি আমার চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন ওষুধ ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও বাবাকে পরামর্শ দিয়েছিলেন।’

‘আপনি একজন নারী কিংবা পুরুষের অপকর্মের জন্য তার সমগ্র জাতিকে ঘৃণা করতে পারেন। কিন্তু আপনার এই দৃষ্টিভঙ্গি আমার ওপর চাপিয়ে দিবেন না।’

‘আইএস ও তালেবানের মতো গোষ্ঠীর কর্মকাণ্ডের জন্য সমস্ত মুসলমানকে দোষারোপ করা হচ্ছে, এটা কেকেকে বা ওয়েস্টবোরো ব্যাপটিস্ট চার্চের কর্মকাণ্ডের জন্য সমস্ত খ্রিস্টানকে দোষারোপ করার মতো।’

উল্লেখ্য, কু ক্লাক্স ক্লান, সংক্ষেপে কেকেকে। এটি প্রধানত উগ্র ডানপন্থী খ্রিস্টানদের একটি সংগঠন। সংগঠনটি আমেরিকায় শ্বেতাঙ্গ প্রাধিকার, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ, অভিবাসন বিরোধী আন্দোলনে যুক্ত ছিল। আন্দোলনে জড়িতরা আমেরিকার সমাজ ব্যবস্থাকে ‘বিশুদ্ধ’ করার নামে অত্যাচার করেছিল।

ক্রিস হার্বার্ট সর্ব শেষ যে বাক্যটির মাধ্যমে শেষ করেন তাহলো: ‘আপনার জীবনকে ভালবাসুন, আপনার পরিবারকে আলিঙ্গন করুন এবং কাজে ফিরে যান।’

তার এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছিল এবং হারবার্টের পোস্টের পর এটি ১২৫,০০০ বার শেয়ার হয়েছিল। জেকে রাউলিংয়ের মত সেলিব্রিটিও এটা শেয়ার করেছিলেন। সূত্র: ল্যাড বাইবেল ডটকম

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft