
প্রায় তিন মাস পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। রবিবার (৩ জুন) ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সাকিব বাহিনীর মুখোমুখি আফগানরা।
ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টাইগারা শুরু থেকেই পিছিয়ে। যেখানে রশিদ খান, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবি, আহমেদ শাহজাদদের আফগানিস্তান এগিয়ে। নতুন চ্যালেঞ্জ নিয়ে কিছুটা প্রতিকূল পরিবেশে আজকের এ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এছাড়া প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের কাছে বাংলাদেশের পরাজয়ে তারা আরও উজ্জিবিত। এছাড়া আফগান যুবরা আইসিসি টি-টোয়েন্টি র্যাং কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ উপরে।
তবে টাইগারদের ভরসা হলো- ক্রিকেটের ছোট্ট ফরম্যাট টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত দু’দল কেবল একবার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ পর্বের বাছাইপর্বে আফগানিস্তানকে ৭২ রানে গুঁটিয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় আসরের স্বাগতিক দল বাংলাদেশ।
আজকে বাংলাদেশের একাদশে সর্বশেষ নিদাহাস ট্রফিতে না খেলা মোসাদ্দেক হোসেনের অন্তর্ভুক্তি এক প্রকার নিশ্চিত। তাছাড়া রুবেল হোসেনের সাথে পেস আক্রমণ সামাল দিতে একাদশে দেখা যেতে পারে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে। টানা অফফর্মে থাকায় এ ম্যাচে একাদশের বাইরে ছিটকে যেতে পারেন সৌম্য সরকার। আর তাকে একাদশে রাখলে সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে হতে পারে লিটন দাসকে।
আফগানিস্তান স্কোয়াড: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আজগর স্তানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, শফিউকউল্লাহ, শারাফউদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলাম, মুজিব উর রহমান।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন এবং নাজমুল ইসলাম অপু।