
অস্ট্রিয়ার সাতটি মসজিদ বন্ধ এবং এই মসজিদগুলোতে নিযুক্ত ৪০ জন ইমামকে বরখাস্তের ঘোষণা দিয়েছে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজ। শুক্রবার তিনি এই ঘোষণা দেন।
দেশটির ভাইস চ্যাঞ্চেলর হেনজ-ক্রিশ্চিয়ান স্ট্রাচ ও ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী গর্নট ব্লুমেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কুরজ বলেন, এই পদক্ষেপটি ‘রাজনৈতিক ইসলাম’ এর বিরুদ্ধে একটি পদক্ষেপের অংশ হিসেবে এটি করা হয়েছে। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির।
ভাইস চ্যাঞ্চেলর বলেন, বিভিন্ন মসজিদ এবং সংস্থার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছে সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্তের ভিত্তিতে সাতটি মসজিদ নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে একটি সংস্থা হলো তুর্কিশ-ইসলামিক সাংস্কৃতিক অ্যাসোসিয়েশন (এটিআইবি)। এছাড়া যেসব ইমামদের বরখাস্ত করা হয়েছে তারা বিদেশি তহবিল থেকে অর্থ পেতেন।