
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। আমাদের পক্ষ থেকে যাত্রার প্রতিটি পথকে নির্বিঘ্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজদেরকেও ছাড় দেওয়া হবে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে তিনি এ কথা জানান।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অকাট্য যুক্তি সহকারে হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে। আর সেটা মাসখানেকের মধ্যেই দেওয়া হবে। অপরাধীদের শাস্তি হবে মানুষ এটাই চায়।
ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেও ছাড় দেওয়া হবে না, সে যেই হোক।