
বগুড়া জেলার ধুনট উপজেলার রান্ডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ৫ শতাধিক জাত সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ মে) বিকালে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সাপের বাচ্চা গুলো উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। অন্যান্য দিনের ন্যায় রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) অফিস কক্ষ খুলে পরিস্কার করছিল।
এ সময় আকষ্মিক ভাবে ঝাঁড়ুর অগ্রভাগে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে পৌছেন। ওই কক্ষে আরো সাপ আছে কি না তা অনুসন্ধান করতে থাকেন তারা।
এক পর্যায়ে অফিসের কক্ষের আলমিরা ও অন্যন্য আসবাবপত্রসহ কাগজপত্র তছনছ করতে থাকেন। এতে একে একে বের হয়ে আসে জাত সাপের বাচ্চা গুলো। এ সংবাদ ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে উৎসুক জনতার ভিড় জমে উঠে।
এ সময় অভিভাবকদের সহযোগিতায় শিক্ষকরা কক্ষের পাকা মেঝে খুঁড়ে আরো সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অধিকাংশ শিক্ষার্থী সাপের ভয়ে বিদ্যালয় ত্যাগ করে বাড়ি ফিরে যায়।
ধুনট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের অফিসে বাসা বেঁধেছে অসংখ্য বিষধর সাপ, যা এতদিন খেয়াল করেনি কেউ। হঠাৎ একটি ছোট সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে সেগুলো উদ্ধার করে মেরে ফেলা হয়েছে।