
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার চন্ডিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা লায়েক আলী খাঁন মিন্টু (৭০) অসুস্থ্যতাজনিত কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের হেদায়ত হোসেন খাঁন সাজু মিয়ার ছেলে।
আজ ১৬ মে বুধবার উপজেলার চন্ডিপুর ফুটবল খেলার মাঠে নামাযে জানাযা শেষে গাইবান্ধা পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ হতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।