গাইবান্ধার সুন্দরগঞ্জে একশ গ্রাম ওজনের গাঁজা ও দশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছেন পুলিশ।গতকাল সোমবার রাতে পৌরসভার বাইপাস ও তারাপুর ইউনিয়নের কালিরপাট নামক স্থান থেকে পুলিশ তাদের আটক করেন।
আটককৃত তিন ব্যাক্তি হলো- উপজেলার রামজীবন ইউনিয়নের বাজার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন (২৫), একই গ্রামের লুৎফল হকের ছেলে মেহেদি হাসান (২৭) ও পৌর সভার মীরগঞ্জ বালাপারা গ্রামের রাজু মিয়ার ছেলে লিটন মিয়া (২৬)।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একশ গ্রাম ওজনের গাঁজা ও দশ পিচ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।