
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছেন পুলিশ। গতকাল ১৮ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র নয়ার হাট নামক স্থানে কনক মিয়ার বাড়ি সংলগ্ন পাকা সড়ক থেকে পুলিশ তাকে আটক করেন। আটক সাজু মিয়া (৩৫) ওই ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
জানা যায়, ঘটনার সময় সাজু মিয়া ঘটনাস্থলে ইয়াবা বিক্রি করছিলো। গোঁপন সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নির্দেশে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ও মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। এসময় তার কাছে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে সাজু মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়।