
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ ৫ মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাল্যবিবাহ নিরোধ ,যৌন হয়রানী, জাল নোট, হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ নিরসনে সচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরিফুর রাহমান চৌধুরী’র সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, শাহজাহান মিয়া,শহিদুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালিউর রহমান প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক খোর্দ্দকোমরপুর ভূমি অফিস, খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর দাখিল মাদ্রাসা এবং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন।