
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও খোর্দ্দকোমরপুর হামিদ চৌধুরী দাখিল মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমান চৌধুরী (৬৫) আর নেই।
তিনি আজ রোববার সকাল আনুমানিক সকাল ৬টার দিকে হৃদযন্ত্রে ক্রীড়াবন্ধ হয়ে ঢাকার মেট্রোপলিটন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। উপজেলার খোর্দ্দকোমরপুর নিজ বাসভবন (চৌধুরী বাড়ী) রোববার রাত ১০টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হবে।