1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জের ৩ নং খনগাঁও ইউনিয়নের শান্তিনগরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা যখন ‘বিনোদন’;অনিয়ম-দুর্নীতির ছায়ায় ভবিষ্যৎ প্রজন্ম! ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান এটিএম আজহারুল ইসলামের সাদুল্লাপুরে নির্বাচনী সভায় ডাঃ সাদিকের অঙ্গীকার: উন্নয়ন ও নাগরিক সেবাই হবে অগ্রাধিকার কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশনের ঘোষণা জামায়াত আমিরের দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ গাইবান্ধাকে অগ্রাধিকার দিয়ে উত্তরাঞ্চলের উন্নয়ন করা হবে —আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ত্রয়োদশ নির্বাচন, ঠাকুরগাঁও-৩ আসনে আত্মমর্যাদার সন্ধানে বিএমজেপি ও কমলাকান্ত রায়ের নতুন রাজনৈতিক যাত্রা আগামী কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন পেলেন বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী সম্মাননা পদক

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন কে এবছর বাংলাদেশ কাব্য চন্দ্রিকা সাহিত্য একাডেমী পদক প্রদান করেন।

দৈনিক উত্তর দক্ষিন, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন সাংবাদিকতা শুরু করেন ১৯৮৪ সালে সে সাপ্তাহিক গাইবান্ধা, দৈনিক উত্তরা, সাপ্তাহিক নবজাগরণ পত্রিকায় কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন সাংবাদিকতার।

গাইবান্ধা জেলার সে প্রথম ফটো সাংবাদিক, এরপর সে দৈনিক কালবেলা, দৈনিক জনকন্ঠ,দৈনিক আজকের কাগজ,সাপ্তাহিক প্রতিধ্বনি,সাপ্তাহিক ঢাকা মেইল,সাপ্তাহিক ঢাকার চিঠি,দৈনিক আনন্দপত্র, বার্তাসম্পাদনা করেছেন দৈনিক ভোরের সূর্য্য,দৈনিক জনসংকেত, দৈনিক বাকখালী,কিছুদিন চলচিত্র সাংবাদিকতাও করেছেন,নিজের সম্পদনায় প্রকাশ পায় অনিয়মিত মাসিক প্রবাহ,সাংবাদিকতায় ডিপ্লোমা করা আবু নাসের সিদ্দিক তুহিন নিয়মিত প্রবন্ধ, নিবন্ধ, উপসম্পাদকীয়, ও ফিচার লিখে থাকেন, সে একাধারে জেলা প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমান প্রতিনিধি, সার্কূলেশন ম্যানেজার,বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দেশের ৪০ টি জেলায় পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। উল্লেখ যোগ্য লেখা যশোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শশুড় বাড়ি, দেখার কেউ নেই!!(১৯৮৪),চট্রগ্রাম সি পোর্ট এ হচ্ছেটা কি!!(১৯৯০),পঞ্চগড়ে করতোয়া সেতুর অভাবে লাখো মানুষের কষ্ট!!(১৯৯২)শিবরাম দেশের এক অনন্য বিদ্যাপীঠ!!(১৯৯৪) বাংলাদেশে চলচ্চিত্রের মান কম কেন!!(১৯৯৫)জেলা পরিচিতি গাইবান্ধা (১৯৯৫) গাইবান্ধা নিমজ্জিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ!! (১৯৯৬)সাহাপাড়া একটি আত্মনির্ভর ইউনিয়নের নাম(১৯৯৯) বদলে যাওয়া কামারপুকুরের ইতিহাস(১৯৯৯) গাইবান্ধার আংগুড় ভিলেজ(২০০০), গাইবান্ধার দক্ষিণ পাড়া একটি দারিদ্রমুক্ত এলাকার নাম (২০০০),আমার দেখা বান্দরবানের বোমাংরাজা(২০০০) প্রসঙ্গঃ কক্সবাজার সমুদ্রসৈকত ও পরিবেশ বিপর্যয় (২০০০), নরসিংদী উৎপাদিত সব্জী এখন বিদেশের বাজারে (২০০২)সফল যারা কেমন তারা(২০০৩)ঠাকুরগায়ের কচুবাড়ি কেষ্টপুর এবং তাদের সামাজিক আন্দোলন (২০০৪) উল্লেখযোগ্য।

গত শুক্রবার বিকেলে কাব্য চন্দ্রিকা সাহিত্য একাডেমীর আয়েজনে কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার ও গুনিজন সংবর্ধনা রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী বিদ্যালয় মাঠে বেতগাড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান লাইনুর নাহার রিনার সভাপডিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির,বিশেষ অতিথি ছিলেন মাইকেল মধুসুধন একাডেমীর মহাপরিচালক কবি সন্তোষ কুমার দত্ত, ক্যাপ্টেন সম্পাদক রাশেদ রেহমান, এটিএন বাংলার বু্্যরো প্রধান মাহবুবুল ইসলাম,রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাঃবিপ্লব চন্দ্র সরকার,রাকাবের ব্যাবস্হাপক তিতাস চন্দ্র গোস্বামী, সংগঠক ও কলামিস্ট শাহ্আলম,কবি ও ছড়াকার মতিয়ার রহমান,বক্তব্য রাখেন কাব্য চন্দ্রিকা সাহিত্য একাডেমীর সভাপতি পবিত্র মহন্ত জীবন,ভারতের লেখক সাথী মন্ডল,কবি সংগঠক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

প্রধান আলোচক ছিলেন রংপুর ছড়া সংসদের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম,কবিতা পাঠে অংশ নেন সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক অধ্যক্ষ কবি নাসরিন নাজ, কবি সাথী মন্ডল,কবি সন্তোষ কুমার,কবি মতিয়ার রহমান,। অনুষ্ঠান টি পরিচালনা করেন সংগিত শিল্পী নদীয়া কিশোর রায়।

এবছর যারা কাব্যচন্দ্রিকা সাংবাদিকাতায় পদক ও সম্মাননা পলেন গাইবান্ধার ববিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,ও সাংবাদিক হাবিবুর রহমান,স্বর্ণ পদক পেলেন কবি রাশেদ রেহমান, কবি ফরিদা ইয়াসমিন সুমি,কবি সমর কুমার দাস,কবি সাজেদুর রহমান,কবি মিজান হাওলাদার,কবি সফর আলী, কাব্যচন্দ্রিকা সাহিত্য পদক পেলেন কবি খোদেজা মাহবুব আরা, কবি সোহানুর রহমান শাহীন,কবি রওশন রুমি,কবি সংগঠক প্রকাশক মাসুদ রানা সাকিল,কবি মুনা চৌধুরী,কবি মোস্তাফিজুর রহমান। কাব্যচন্দ্রিকা একাডেমী পদক যারা পেলেন কবি সিরাজুল মোস্তফা,কবি নুরুন্নাহার সপ্না,কবি কন্দকার সামছুল কবিরাজ,কবি নাজমুন নাহার ছন্দা,কবি শহিদুল ইসলাম সাদীদ।

উল্লেখ্য, গতবছর সাহিত্যে অবদান রাখায় কাব্যচন্দ্রিকা সাহিত্য পদক প্রদান করেন বাংলাদেশ কাব্য চন্দ্রিকা সাহিত্য একাডেমী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft