
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু দেশ নয়-আকাশ জয় করেছেন। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন। বিগত এমপি এলাকাবাসীর সাথে প্রতারণা করেছেন। তিনি ৬ বার এমপি থাকলেও যা উন্নয়ন হয়নি শেখ হাসিনার চলতি মেয়াদে এলাকায় ততোধিক বহুমুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দো’আ করবেন ইন্শাআল্লাহ্। রোববার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নে গত বন্যায় বিধ্বস্ত কিশামত চেরেঙ্গা বাঁধ সংস্কার ও পূর্ব সতর্কমূলক নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন কালে তিনি একথা বলেন। পূর্ণাঙ্গ বাঁধ নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭ লাখ টাকা। তন্মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রথম দফায় ৩ কোটি ৩৩ লাখ টাকা অনুমোদন করেছেন। এরপর এমপি উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে বাস্তবায়িত পৃথক ২টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। কোমরপুর জিসি ভায়া মেরীরহাট জিসি সাইনদহ রাস্তা পাকাকরণ কাজে ২ কোটি ৫৩ লাখ ২’শ ৯৭ টাকা ও অপরটি দুবলাগাড়ী এনএইচডব্লিউ-ঢোলভাঙ্গা জিসি ভায়া আমলাগাছী রাস্তা ৯৯ লাখ ৭৮ হাজার ৮’শ ৬৯ টাকা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অপরদিকে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে রংপুর-বগুড়া মহাসড়ক হতে দুবলাগাড়ী মুনছুর আলীর বাড়ী পর্যন্ত ১৮ লাখ টাকা ব্যয়ে এইচ.বি.বি করণ রাস্তার কাজের উদ্বোধন করেন। পরে তিনি হাসবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সদরের মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিদর্শন শেষে সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী আজাদ রাসেল-এর সদরের বাসায় যান। তিনি এসময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ নিহত রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, আ’লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোটবাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম ও যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র ছাড়াও আওয়ামী লীগ দলীয় সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।