
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহ¦ত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
ঘটনার বিবরণে প্রকাশ থাকে যে, র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল ২০ মে রবিবার সকালে গাইবান্ধা জেলার সদর থানাধীন স্টেশন রোডস্থ মোঃ রায়হান কবির সেলিম (৪২), পিতা মৃত আলী হোসেন, সাং স্টেশন রোড, থানা+জেলা গাইবান্ধা এর ভাড়া গুদাম ফুড ভিলেজ সার্কুলার রোড হতে ৬৪০ (ছয়শত চল্লিশ) ক্যান বিদেশী বিয়ার এবং বাড়ী হতে ০৫(পাঁচ) টি বড় বোতলে বিদেশী হুইচকী/মদ সহ ১। মোঃ সবুজ মিয়া (৩০), পিতা মৃত নাফছার আলী, সাং বাহাদুর পুর, ২। মোঃ জাকির হোসেন (৩০), পিতা মোঃ হাবিবুর রহমান, সাং দক্ষিণ ফলিয়া, ৩।
মোঃ নাসির উদ্দিন (২৮), পিতা মোঃ আব্দুর রউফ, সাং পশু হাসপাতাল রোড, উভয়ই থানা ও জেলা গাইবান্ধা’ দেরকে গ্রেফতার করে। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ এসব মদ/হুইচকী ব্যবসা করে আসছে র্যাব-১৩ এর আভিযানিক দলের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন তাদের কর্মকান্ডের কথা স্বীকার করেছে এবং পলাতকদের গ্রেফতারের চেস্টা চলছে।
এ চক্রে মুলহোতারা এখনো কি ধরা ছোয়ার বাহিরে থেকে যাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে না কি কোন আইনগত ব্যবস্থা এ নিয়ে চলছে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন।