
গেল ঈদের মৌসুমে ঢালিউডের তরুণ মুখ পরী মনি হাজির হয়েছিলেন ‘রক্ত’, ‘সোনাবন্ধু’ ছবি নিয়ে। এবারের রোজার ঈদে মুক্তি পাচ্ছে পরী মনির ‘আমার প্রেম আমার প্রিয়া’।
এমনটাই জানালেন চলচ্ছিত্রটির পরিচালক শামীমুল ইসলাম শামীম।
সম্প্রতি ‘আমার প্রেম আমার প্রিয়া’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এর পরপরই নির্মাতা এ সিদ্ধান্ত জানান।
‘আমার প্রেম আমার প্রিয়া’য় পরীর বিপরীতে আছেন কায়েস আরজু। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির একটি গান ও টিজার। এর মধ্যে টিজারটি আলোচনার খোরাক হয়েছে অনলাইনে।

‘আমার প্রেম আমার প্রিয়া’তে আরজু নাপিতের ছেলে ও পরী মনি চেয়ারম্যানের মেয়ে। তাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আলীরাজ ও মিশা সওদাগর।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’। আরো অভিনয় করছেন রেবেকা ও ডন।